জোট ছাড়ছে ইসলামী ঐক্যজোট!
প্রকাশ: ২০১৬-০১-০৭ ১০:৫৬:১৩

বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোট। জোটকে কেন্দ্র করে অনেক দিনের চাপা ক্ষোভের সঙ্গে সরকারের পক্ষ থেকে ক্রমাগত চাপের কারণে দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বুধবার রাতে দলটির মজলিসে শূরার জরুরি বৈঠকে জোট ছাড়ার সিদ্ধান্ত হয়েছে বলে দলটির কয়েকজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ত্রি-বার্ষিক কনভেনশনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
জানা গেছে, আজকের সম্মেলনে বিএনপির কাউকে দাওয়াত দেওয়া হয়নি। শরিক দলগুলোর ইফতার ও জাতীয় সম্মেলনসহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে সাধারণত বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা অতিথি হিসেবে থাকেন। অথচ আজকের অনুষ্ঠানে তাদের দাওয়াতই করা হয়নি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ সম্মেলন থেকে তারা বিএনপি জোট ছাড়ার ঘোষণা দিতে পারে। এ ঘোষণা প্রায় চূড়ান্ত।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ২০-দলীয় জোটের শরিক দলগুলোর উপস্থিতি দেখা যায়নি। অনেক দিন পর রাজধানীতে বিএনপির বড় ধরনের এ কর্মসূচিতে শরিকদের কারও না থাকা নিয়ে গুঞ্জন উঠছে।
সমাবেশের পর কেউ কেউ এমন কথাও বলেছেন যে, জোটের অন্যতম দুই শরিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট থেকে আপাতত দূরত্ব বজায় রাখতে ৫ জানুয়ারির কর্মসূচি এককভাবে করার সিদ্ধান্ত নেন বিএনপির নীতিনির্ধারকরা। এ কারণে শরিকদের অন্য কাউকেও সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি।
ইসলামী ঐক্যজোটের গতকালের বৈঠকের পর দলটির শীর্ষ এক নেতা বলেন, দলের প্রত্যেকের ইচ্ছা বিএনপি ছাড়ার। এটি ক্ষোভের কারণে হয়েছে। তবে বের হয়ে কী করা হবে, এ নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, বিএনপি ছাড়ার ঘোষণা দেবেন চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী। ঘোষণা দেওয়ার দায়িত্ব পড়েছে তার উপরই।
দলটির আরেক নেতা বলেন, গতকালের বৈঠকে জোট থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। তবে বের হয়ে কী হবে, সেটি বলা যাচ্ছে না। অনেক শূরা সদস্য সেই বিষয়টি নিয়েই সিদ্ধান্তে আসতে চাচ্ছেন। অনেকটা এমন যে, বিএনপি ছাড়লে কালই নতুন কোনও উদ্যোগের ঘোষণা দিতে হবে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













