দেশের প্রথম ‘ভয়েস কন্ট্রোল’ স্মার্ট হুইলচেয়ার উদ্ভাবন করলো রুয়েট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৯ ১৬:৫৮:৫১

মানুষের ভয়েস কমান্ড শুনবে স্মার্ট হুইলচেয়ার। প্রয়োজন পড়লে স্মার্ট হুইলচেয়ারটি মেডিকেল বেডেও রূপান্তরিত হবে। এমনই একটি হুইলচেয়ার উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল গবেষক।
আর এমন অভিনব উদ্ভাবনকে দেশের প্রথম স্মার্ট হুইলচেয়ার দাবি করেছেন রুয়েটের গবেষকরা। সম্প্রতি (মার্চ) শেষ হয়েছে রুয়েট গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত স্মার্ট হুইলচেয়ার প্রকল্পের কাজ। যার কর্মযজ্ঞ শুরু হয়েছিল গত বছরের আগষ্ট মাসে। আর প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন ও রুয়েট।
রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত এই গবেষণা প্রকল্পটির পরিচালক ছিলেন অধ্যাপক ড. মাসুদ রানা। এই প্রকল্পে অধ্যাপক ড. মাসুদ রানার সঙ্গে গবেষণায় যুক্ত ছিলেন রুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এমএসসি শিক্ষার্থী সাদমান মাহমুদ খান এবং ম্যাকাট্রোনিকস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আহমেদ।
অধ্যাপক মাসুদ রানা জানান, দেশের প্রথম এই স্মার্ট হুইলচেয়ারটি মাত্র ৪০ হাজার টাকায় বাজারজাত করা সম্ভব। এতে করে হুইলচেয়ারটি অনেকের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে। চেয়ারটি ভয়েস কন্ট্রোল। যে কারণে প্যারালাইজড ব্যক্তিদের জন্য ব্যবহারেও সমস্যা হবে না। এমনভাবে তৈরি করা হয়েছে যে, ইমার্জেন্সি মেডিক্যাল বেডেও রূপান্তর করা সহজ হবে হুইলচেয়ারটি।
অধ্যাপক মাসুদ রানা আরও জানান, ইইজি প্রযুক্তি ব্যবহার করে তারা হুইলচেয়ারটি ব্রেইন ওয়েভ নিয়ন্ত্রিত করার চেষ্টা করে যাচ্ছেন। তাদের এই প্রচেষ্টা সফল হলে মস্তিষ্কের দ্বারা হুইলচেয়ারটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে হুইলচেয়ারটির ব্যবহার আরও সহজ হবে বলেও জানান তিনি। ইতিমধ্যে হুইলচেয়ারটি পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













