

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০১৬ গত ৬ জানুয়ারি, বুধবার রাজধানীস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এম এ হাসেম। ব্যবসা
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলী।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আহমেদ আরিফ বিল্লাহ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর, অডিট কমিটির চেয়ারম্যান লেঃ জেঃ এ টি এম জহিরুল আলম আরসিডিএস পিএসসি (অবঃ), পরিচালনা পর্ষদের সদস্যমন্ডলী যথাক্রমে মোঃ জাহাঙ্গীর আলম খান, শরিফ জহির, আব্দুল গাফফার চৌধুরী, মোঃ তানভীর খান, মিসেস সুলতানা রিজিয়া বেগম এবং নুরুল ইসলাম চৌধুরী ।
এছাড়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম শহিদুল ইসলাম ও এ ই আব্দুল মুহাইমেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ তরিকুল আজম, মোহাম্মদ শওকত জামিল, মোঃ সোহরাব মুস্তাফা, গোলাম আউলিয়া, মোঃ আব্দুল জব্বার চৌধুরী ও আরিফ কাদরিসহ উর্দ্ধতন নির্বাহীবৃন্দ ও ১৫৮ টি শাখার
ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/বিজ্ঞপ্তি/এসএস