বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একটি নতুন সমঝোতা স্মারক সই এবং বাকি ৫টি সমঝোতা স্মারক নবায়ন করেছে বাংলাদেশ ও শ্রীলংকা।
শনিবার (২০ মার্চ) দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এরপরই স্মারক সই হয়। সেখানে যুব উন্নয়ন, কৃষি গবেষণা নীতি, ভোকেশনাল যোগ্যতা দিয়ে তথ্যাদি আদানপ্রদান, দুই দেশের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা, আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশল শিক্ষা বিষয়ে এবং ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় বিষয়েও সমঝোতা স্মারক সই হয়।
দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগেই জানিয়েছিলেন, শ্রীলঙ্কা-বাংলাদেশ শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্ব পাবে।
শনিবার সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এর পরে ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এ সময় তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে সই করেন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দুদিনের সফরে শুক্রবার সকালে ঢাকা এসেছেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি।
কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় এক টুইটে রাজাপাকসে লেখেন, দুই দেশই যাতে লাভবান হয়, সে জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সঙ্গে কাজ করতে চান।
সানবিডি/এ এ খান