গাজীপুরের টঙ্গীতে আগুনে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আউচপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গীর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, প্রথমে একটি বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টেলিভিশনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
প্রথমে এলাকাবাসী বালতি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ২০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।