স্প্যানিশ ফুটবলে সাধারণত জায়ান্ট কিলার হিসেবেই পরিচিত রিয়াল সোসিয়েদাদ। বিশেষ করে লা লিগার অন্যতম সফল ক্লাব বার্সেলোনার, রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারে না। তবে এবার বদলে গেল আগের সব ইতিহাস, বড় জয় নিয়েই বাড়ি ফিরেছে বার্সেলোনা।
রোববার রাতে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। জাভি হার্নান্দেজের ৭৬৭ ম্যাচের রেকর্ড ছাপিয়ে ৭৬৮তম ম্যাচটি খেলেছেন মেসি। দুই গোল ও এক এসিস্টের মাধ্যমে নিজের রেকর্ডের ম্যাচটি রাঙিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। অধিনায়কের এমন রঙিন পারফরম্যান্সের এদিন বার্সা পেয়েছে ৬-১ গোলের বিশাল জয়।
রিয়াল সোসিয়েদাদের মাঠ অ্যানোয়েটায় পুরোপুরি আধিপত্য বিস্তার করেই খেলেছে বার্সেলোনা। মেসির রেকর্ডের সঙ্গে উপলক্ষ্য ছিল আরও, দলের কোচ রোনাল্ড কোম্যান, তারকা ফরোয়ার্ড অ্যান্তনিও গ্রিজম্যান এবং ডিফেন্ডার জর্ডি আলবার জন্মদিন ছিল ম্যাচ ডে'টি। এতসব উপলক্ষ্য একত্রিত করেই হয়তো বড় জয়টি তুলে নিয়েছে বার্সেলোনা।