

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে নির্মিত হতে যাওয়া মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় এ মানববন্ধন করা হয়। এতে ‘মেট্রোরেলের রুট বদলাও, ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাও’ ব্যানারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেলের রুট পরিবর্তনের পক্ষের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা ঢাবির ওপর দিয়ে মেট্রারেল গেলে পড়াশোনা, গবেষণা ও পরিবেশের কী ধরনের ক্ষতি হবে তা তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, মেট্রোরেলের কারণে হুমকিতে পড়বে গোটা ক্যাম্পাসের শিক্ষা পরিবেশ, ইতিহাস এবং বিদ্যমান ঐতিহ্যসমূহ।
বিজ্ঞান অনুষদের জিন প্রকৌশল, সিএসই, অণুজীব বিজ্ঞান ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ বিভাগ পড়বে সরাসরি হুমকিতে। ক্ষতিগ্রস্ত হবে চারুকলা, টিএসসি ও দোয়েল চত্বর এলাকা। রাজু ভাস্কর্যও তার চিরচেনা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, “ আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরা মেট্রোরেল চাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ধ্বংস করে নয়।” তিনি বলেন, কোনো রকম আলোচনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক চিড়ে কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।”
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন বলেন, “বাংলাদেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জড়িত। আজ সেই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের বুক চিড়ে মেট্রোরেল করার মাধ্যমে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার পাঁয়তারা চলছে। ক্যাম্পাসের ওপর দিয়ে মেট্রোরেল হলে চাপা পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রকারান্তরে চাপা পড়বে দেশের মেধা-মনন।”
রুট পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধনে বলা হয়, আমরাও মেট্রোরেল চাই। তবে সেটা ঢাবির বুক চিড়ে নয়, ঢাবিকে ক্ষত-বিক্ষত করে নয়। শাহবাগ থেকে ঢাবির দিকে নয়, শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে নিয়ে যাওয়া হোক মেট্রোরেল।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আইন বিভাগের ইসতিয়াক, ফিন্যান্স বিভাগের কণক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের নাসিম নয়ন, নাট্যকলার রাজিব নাইম প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল রাজু ভাস্কর্য থেকে অপরাজেয় বাংলা, শাহবাগ মোড় ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, উত্তরা থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত ২০ কিলোমিটারের প্রস্তাবিত মেট্রোরেলে থাকবে ১৬টি স্টেশন। স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় স্মরনি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিল।
সানবিডি/ঢাকা/রাআ