মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পর থেকে গতি পেয়েছে বিশ্ব অর্থনীতি। করোনার ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়াচ্ছে বিশ্বের দেশগুলো। এর ফলে আমদানি-রফতানিতেও কিছুটা হাওয়া লেগেছে। বিশ্বের এ পরিস্থিতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিতে নতুন রেকর্ডের পথে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই সর্বোচ্চ এলএনজি রফতানিতে নতুন রেকর্ড করতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্স।
এ ব্যাপারে বিশ্লেষকদের মতে, করোনার সংকট কাটিয়ে ঠিক পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি। এশিয়া ও ইউরোপের তুলনায় অপেক্ষাকৃত কম দাম হওয়ায় আন্তর্জাতিক ব্যবসায়ীদের আর্কষণ করতে পারছে তারা। ফলে বাড়ছে পণ্য খালাসের হার। বাড়ছে রফতানির পরিমাণও। এছাড়া আটলান্টিক বেসিনে শুল্কাহার হ্রাস মার্কিন এলএনজি রফতানির পরিমাণ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
বৈশ্বিক অর্থনৈতিক তথ্য-উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান রিফিনিটিভ বলছে, চলতি মার্চে প্রতিদিন গড়ে ১ হাজার ৫০ কোটি ঘনফুন এলএনজি রফতানি করছে যুক্তরাষ্ট্র। এর আগের চার মাসে এলএনজি রফতানির পরিমাণ কম থাকলেও ফেব্রুয়ারিতে ফের বৃদ্ধির মুখ দেখে দেশটি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানির গড় ছিল প্রতিদিন ৮৫০ কোটি ঘনফুট। তার আগের মাসগুলোতে মাত্রাতিরিক্ত শীতের কারণে বিদ্যুৎ সংযোগ ও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রফতানিতে কিছুটা ঘাটতি দেখা দেয়। তা সত্ত্বেও কয়েক মাসের মধ্যে দেশটির রেকর্ড পরিমাণ এলএনজি রফতানি হয় গত ডিসেম্বরে। তখন দেশটির প্রতিদিনের গড় এলএনজি রফতানির পরিমাণ ছিল ১ হাজার ৭০ কোটি ঘনফুট।
সানবিডি/এনজে