৫৭০ কোটি টাকার লটারি, লাপাত্তা বিজয়ী !!
আপডেট: ২০১৬-০১-০৭ ১৯:০৫:১৯
লটারির পুরস্কারের অর্থমূল্য পাঁচ কোটি ৪০ লাখ পাউন্ড, যার পরিমাণ বাংলাদেশী মুদ্রায় ৫৭০ কোটি টাকার বেশি। কিন্তু ব্রিটেনে বুধবারের ড্রতে জ্যাকপট বিজয়ী এই টাকার কোনো দাবিদার এখনো মেলেনি। বৃহস্পতিবার বিবিসি অনলাইনে জানা গেছে এই খবর।
এখন এ টাকার কী হবে? কোনো দাবিদার না থাকায় এই অর্থ যোগ হবে পরবর্তী লটারিতে।
ন্যাশনাল লটারি পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যামেলট জানায়, বুধবারের ড্রতে জ্যাকপট বিজয়ী না থাকায় শনিবার যে ড্র হবে তার পরিমাণ দাঁড়াবে পাঁচ কোটি ৭৮ লাখ পাউন্ড।
ন্যাশনাল লটারিতে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। প্রায়শই বিজয়ী টিকেটের মালিককে খুঁজে পাওয়া যায় না। কারণ অনেক সময় লোকে টিকেট কিনে তার নম্বর মেলাতে ভুলে যায়, কিংবা টিকেট হারিয়ে ফেলে অথবা টিকেটসহ পোশাক চলে যায় ধোলাইতে।
ন্যাশনাল লটারিতে এর আগে সবচেয়ে বেশি অর্থ জয়ের ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। বেলফাস্ট শহরে আইরিস জেফ্রি নামে এক মহিলা দুই কোটি ১০ লাখ পাউন্ড জ্যাকপট জিতেছিলেন, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ২২৮ কোটি টাকা।
সানবিডি/ঢাকা/রাআ