এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২২ ১৬:৩২:০২

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের সদ্য অনুমোদিত সাবসিডিয়ারি কোম্পানি ‘এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক আনোয়ার হোসেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১৭তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচন করা হয়। ব্যবসা প্রশাসনে ডিগ্রিধারী আনোয়ার হোসেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবারের মেধাবী ও কর্মঠ সন্তান।
দেশের সুপরিচিত ও তরুণ এই ব্যবসায়ী আব্দুল গাফফার অ্যান্ড কোং (প্রাঃ) লিমিটেড, এইচ.এ.আর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এজিআই ফ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
এছাড়া তিনি তাঁদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান এজিআই করপোরেশনের স্বত্বাধিকারী এবং এসএএফএএইচ সিএনজি ফুয়েলিং স্টেশন লিমিটেড, আসুকা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পরিচালক হিসেবে রয়েছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













