রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান মন্ডলের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. গনি মন্ডল, কৃষকলীগ নেতা রহিম বিডিয়ার, হাবিবুর রহমান (কষ্ট হাবিব), রফিকুল ইসলাম ও জুয়েল গায়ানসহ চেয়ারম্যানের আত্মীয় স্বজনরা।
এ সময় অবিলম্বে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি আব্দুর রহমান মন্ডলকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।