করোনাভাইরাসের সংক্রমণরোধে ১২টি দেশ থেকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৩ মার্চ) থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শনিবার (২১ মার্চ) ১২টি দেশ থেকে পাকিস্তানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) । দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনার নতুন ধরন সম্প্রতি পাকিস্তানে ছড়িয়ে পড়ায় এ পদক্ষেপ নিল কর্তৃপক্ষ।
তালিকাভুক্ত ১২টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি এসব থেকে পাকিস্তানে ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। এই দেশগুলো হলো-বোতসোয়ানা, ব্রাজিল, কলম্বিয়া, কমোরোস, ঘানা, কেনিয়া, মোজাম্বিক, পেরু, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও জাম্বিয়া।
তবে, পাকিস্তানি পাসপোর্টধারী, পাকিস্তানের জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী ও সাবেক পাকিস্তানি নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন বলে এক নির্দেশনায় সিএএ জানিয়েছে।
/এ এ