জবির ‘ই’ ইউনিটের ৩য় মেধাতালিকা প্রকাশ

প্রকাশ: ২০১৬-০১-০৭ ১৯:৪৩:৩১


JNUজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের ৩য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩য় মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১০ থেকে ১২ জানুয়ারি মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি না হলে মনোনয়ন বাতিল হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাইগ্রেশন তালিকায় শিক্ষার্থীদের অনতিবিলম্বে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিভাগে যোগাযোগ করতে হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মনোনয়নসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ( www.jnu.ac.bd ) -এ পাওয়া যাচ্ছে।

সানবিডি/ঢাকা/রাআ