হিলিতে আমদানি বাড়ায় কমেছে চালের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৩ ১৪:১৬:১৪


দিনাজপুরের হিলি স্থলবন্দরে যানজটসহ অন্যান্য সমস্যা কাটিয়ে ওঠায় আগের তুলনায় চাল আমদানি বেড়েছে। আমদানি বাড়ায় ও বন্দরে আটকে থাকা সব চাল খালাস হওয়ায় এর সরবরাহও বেড়েছে। ফলে সব ধরনের চালের দাম কেজিতে ২-৩ টাকা করে কমেছে। চালের দাম কমায় স্বস্তি ফিরেছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজনের মাঝে। চাল আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে মনে করছেন আমদানিকারকরা।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আমনের ভরা মৌসুমে দেশে চালের বাজার অস্থিতিশীল হওয়ায় বিপাকে পড়ে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থায় বাজার স্বাভাবিক করতে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। কয়েক দফায় কয়েক লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। সঙ্গে চালের আমদানি শুল্ক ৬২.৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। এতে বন্দর দিয়ে দেড় বছর বন্ধ থাকার পর গত ৯ জানুয়ারি বন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। আগে ভারতের অভ্যন্তরে যানজটের কারণে চালের ট্রাকগুলো বন্দরে ঠিকমতো প্রবেশ করতে পারছিল না।

সানবিডি/এনজে