হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ড্রামট্রাকের ধাক্কায় এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরচালক নুর ইসলাম শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
জানা যায়, বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামক স্থানে নতুন ব্রিজগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টরকে পেছন দিক থেকে একই পথগামী বালুবাহী ড্রামট্রাক ধাক্কা মারে। এতে ট্রাক্টরচালক নুর ইসলাম ও ড্রামট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরচালক নুর ইসলাম মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।