রাজবাড়িতে বাসচাপায় মারা গেল জরিনা বেগম (৪৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রীর।
মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত জরিনা বেগম উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার শমসের কাজীর স্ত্রী। অপর দিকে আহত হলেন জরিনা বেগমের ছেলে রবিন (২০), হাসি খাতুন, শহিদুল ইসলাম ও খাদিজা বেগম। এরা সকলেই অটোরিকশার যাত্রী ও দৌলতদিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় বেইলি ব্রিজ নামক এলাকায় সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো -ব ১৪-৭০৬৫) অপর একটি বাসকে অতিক্রম করার সময় অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলে জরিনা বেগম নিহত হন ও আরও চারজন আহত হন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’