কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করল বাংলাদেশ দল। মঙ্গলবার ( ২৩ মার্চ) নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৬টায় ম্যাচটি শুরু হয়।
তবে এদিন জালের নাগাল পাননি কোনো বাংলাদেশি ফুটবলার। একমাত্র যে গোলটি এসেছে তা কিরগিজদের পা থেকেই। অর্থাৎ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের আত্মঘাতী গোলে জয় মিলে বাংলাদেশের। ৩০তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে যান জাতীয় দলের তারকা ফুটবলার সাদ উদ্দিন। তার নেয়া শটটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন কিরগিজস্তানের কুমারবাজ বাইয়ামান।
এই আত্মঘাতী গোলেই প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াবিহীন বাংলাদেশ দল। এই জয়ে ফাইনালের পথে অন্তত এক পা এগিয়ে গেল কোচ জেমি ডে’র শিষ্যরা।
/এ এ খান