চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার পাহাড়ে মাটির নিচ থেকে ১৯৪৭ সালের একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। খেলার সময় মাটি সরাতে গিয়ে ওই মর্টারশেলটি স্থানীয় শিশুদের চোখে পড়ে বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার ১ নম্বর পশ্চিম দেওয়াননগর এলাকার মেখলঘোনার পাহাড়ের পাদদেশ থেকে ওই মর্টারশেলটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার পৌরসভার ১ নম্বর পশ্চিম দেওয়াননগর এলাকার মেখলঘোনার পাহাড়ে শিশুরা খেলাধুলায় মত্ত ছিল। শিশুদের খেলার স্থানের মাটি কিছুটা সরে গেলে তারা সেখানে মর্টারশেলটি দেখতে পায়।
পরে স্থানীয়রাও সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সন্ধ্যায় ওই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এর পর পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে এসআই সঞ্জয় গুহর নেতৃত্বে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের সাত সদস্যের একটি দল রাত ৯টার দিকে মর্টারশেলটি উদ্ধার করে থানা কম্পাউন্ডের সেফজোনে সংরক্ষণ করে।
রাত ১০টার দিকে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, মর্টারশেলটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেই স্থানটি বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের পার্শ্ববর্তী। আমরা সেনাবাহিনীকে জানিয়েছি। এটি তাদের কিনা তা খতিয়ে দেখবেন বলেছেন। তারা যদি নিজেরাই মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে চান, তা হলে সেভাবেই হবে। না হলে বুধবার আমরা হাটহাজারী পার্বতী সরকারি মডেল হাইস্কুল মাঠে সেটি নিষ্ক্রিয় করব।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, ধারণা করছি— মর্টারশেলটি ১৯৪৭ সালের আগের সময়কার। হয়তো ওই সময় বা আরও আগে যুদ্ধচলাকালীন এ মর্টারশেলটি অবিস্ফোরিত ছিল। এর পরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত মর্টারশেলটি হাটহাজারী থানা কম্পাউন্ডে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে রাখা হয়েছে।