বাণিজ্যমেলায় ভূত!

প্রকাশ: ২০১৬-০১-০৮ ০০:২৬:০৬


IMAG1633ঢাকায় শেরেবাংলানগরে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। গত ১ জানুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। লাখ লাখ ক্রেতা-দর্শকের সমাগম এই মেলায়। কিন্তু এই সমাগমের মধ্যেই ভূতের আগমন। এ যে বেরসিক ভূত! অন্ধকার আর নির্জন জায়গা ছেড়ে চলে এসেছে একেবারে লোকালয়ে দিনের আলোয়!

অবাক হচ্ছেন? বাণিজ্যমেলায় গিয়ে মূল গেইট দিয়ে ঢুকে একটু পরে ডান দিকে তাকালেই আপনারো চোখে পড়তে পারে এই ভূত। প্যাভেলিয়নের ছাদে বসে ঠিক আপনাকেই লক্ষ্য করছে! না না ভয় পাবেন না। এটা আসল ভূত নয়। বানানো ভূত। নাদিয়া ফার্নিচারের প্যাভেলিয়নের ছাদে এটা স্থাপন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা সুমন পারভেজ জানান, নাদিয়ার ফার্নিচার কতটা আরামদায়ক তা বুঝানোর জন্যই এটা করা হয়েছে। দেখছেন না কেমন আরামে বসে আছে ভূতটা? নাদিয়ার সোফায় বসে আপনিও আরামে এভাবে বসে থাকতে পারবেন।