আমদানি বাণিজিক লেনদেনের নীতি সহায়তার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করছে বাংলাদেশ ব্যাংক। নীতি সহায়তার অংশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধ ও জীবন রক্ষাকারী ঔষধ, চিকিৎসা সামগ্রী প্রভৃতি বিদেশী রিপেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানি মূল্য বাবদ অগ্রিম পাঁচ লাখ মার্কিন ডলার পরিশোধ কর যাবে।
বুধবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। যদিও এর আগে কেন্দ্রীয় ব্যাংক আমদানি বাণিজিক লেনদেনের নীতি সহায়তার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত জারি ছিল।
জানা যায়, উৎপাদন উপকরণাদি আমদানি বাবদ মূল্য বিদ্যমান ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। আলোচ্য ৩৬০ দিনের আমদানি দায় পরিশোধের সুযোগ কৃষি উপকরণাদি এবং রাসায়নিক সার আমদানির ক্ষেত্রেও রাখা হয়েছে।
নীতি সহায়তা বর্ধিতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে, চলমান পরিস্থিতিতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেয়ার জন্য কতিপয় নীতি সহায়তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।