গেইনারে মিরাকল ইন্ডাস্ট্রিজ

প্রকাশ: ২০১৬-০১-০৮ ১৫:৪৩:৫২


3-Companies-Logo-600x371সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩০ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৫ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকার শেয়ার। পুরো সপ্তাহে কোম্পানিটির ২৬ কোটি ৬৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ওয়েল্ডিং ইলক্ট্রোডস। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২৪ দশমিক ৫৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৭ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্গন ডেনিমস। এই কোম্পানির শেয়ার দর ১৭ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৮ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে ১৭ দশমিক ২১ শতাংশ, ন্যাশনাল ফিডে ১৭ দশমিক ০৬ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলে ১৬ দশমিক ৫২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোতে ১৫ দশমিক ৭২ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ১৫ দশমিক ০৫ শতাংশ, বিডি ফাইন্যান্সে ১৪ দশমিক ৬৬ শতাংশ ও ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ১৪ দশমিক ৬২ শতাংশ দর বেড়েছে।

সানবিডি/ঢাকা/আহো