জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছে, আগামী বাজেটে কর কাঠামোতে দেখার মতো পরিবর্তন আসছে। ব্যবসা বাণিজ্য উন্নতির স্বার্থে এই পরিবর্তন করা হবে। আজ বৃহস্পতিবার অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাথে বাজেট আলোচনা তিনি এ কথা বলেন।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আগের মতো এখন ডোর টু ডোর গিয়ে কর সংগ্রহ করা কঠিন। ফলে কর আদায় বাড়াতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছি। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) করে কর সংগ্রহ করার কাজ চলছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান সাথে এমওইউ করাও হয়েছে বলে জানান তিনি।