

আগামী রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে শুরু হবে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের (আইটিসি) শেয়ার লেনদেন। তবে বিনিয়োগকারী ও বাজারের জন্য বেশ মন্দ সংবাদ নিয়ে আসছে কোম্পানিটি। লেনদেন শুরুর আগের প্রান্তিকে লোকসান দিয়েছে এ কোম্পানি।
হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৫) ৪১ লাখ ৪০ হাজার টাকা নিট লোকসান দিয়েছে। শেয়ার প্রতি লোকসান হয়েছে দশমিক ০৬ পয়সা। অবশ্য আগের বছরও একই প্রান্তিকে কোম্পানিটি লোকসান দিয়েছিল। সে বছর লোকসান ছিল ৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।শেয়ার প্রতি লোকসান ছিল ৪২ পয়সা।
উল্লেখ্য, আইপিও পূর্ববর্তী ৭ কোটি ৫০ লাখ শেয়ার হিসাবে কোম্পানির এই ইপিএস হয়েছে।তবে৩০ সেপ্টেম্বর-২০১৫ হিসাব বছরের প্রথম ৩ মাসে আইপিও-পরবর্তী ৮ কোটি ৭০ লাখ শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয় দশমিক ০৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৭ টাকা ৩৫পয়সা।
সানবিডি/ঢাকা/আহো