বিআইএ লাইফ বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়ের তথ্য চেয়েছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৫:৪৬:৪০


দেশের সকল লাইফ বিমা কোম্পানির ২০২০ সালের গ্রস প্রিমিয়াম আয়ের তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।

বুধবার (২৪ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি বিমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে বিমা মালিকদের এই সংগঠন। চিঠিতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে ২০২০ সালের অনিরীক্ষিত গ্রস প্রিমিয়াম আয়ের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

এক্ষেত্রে সঞ্চয়ী বিমা, গোষ্ঠী বিমা, প্রবাসী আয়, ক্ষুদ্রবিমা, তাকাফুল, স্বাস্থ্য এবং অন্যান্য বিমা এই ৭টি ভাগে প্রথম বর্ষ, নবায়ন ও মোট তথ্য দিতে হবে।

এ ছাড়াও লাইফ বিমা কোম্পানিগুলোর চালু পলিসির তথ্য চেয়েছে বিআইএ।

প্রিমিয়াম আয়ের ক্ষেত্রে টাকার অংক মিলিয়নে উল্লেখ করতে বলা হয়েছে। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার চিঠিতে স্বাক্ষর করেছেন।