দ্বিতীয় ধাপে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব। ক্রমশ হার কমে আসার পর সম্প্রতি বাংলাদেশে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। মার্চের তৃতীয় সপ্তাহে এসে হঠাৎ করে আবার একদিনে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে গত দুই মাসের বেশি সময় ধরে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর হার একটু একটু করে কমে এসেছিল।
করোনা মোকাবিলায় প্রত্যেককে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে বর্তমানে করোনার প্রাদুর্ভাব উদ্ধমুখী হওয়ায় রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারের দিক নির্দেশনা মোতাবেক আমরা পাংশা থানার সকল টিম মাস্ক ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কেননা নিজে স্বাস্থ্যবিধি মেনে চললে পুরো পরিবার, পুরো সমাজ তথা সারাদেশ করোনার থাবা থেকে রক্ষা পাবে।
পাংশা উপজেলা বাসির উদ্দেশ্যে (ওসি) আরও বলেন, অতি জরুরী প্রয়োজন ছাড়া ভ্রমন করা থেকে বিরত থাকুন আগে জীবন পরে বিনোদন। মনে রাখবেন আপনার পরিবারের সুরক্ষা আপনার হাতে।