তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভালপমেন্ট (একে) পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (২৪ মার্চ) আঙ্কারায় একে পার্টির দলীয় সপ্তম গ্র্যান্ড কংগ্রেসে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন কাউন্সিলররা।
একে পার্টির সহসভাপতি আলী ইহসান ইয়াভুজ এ ব্যাপারে বলেন, এক হাজার ৪৩১টি ব্যালটের মধ্যে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পেয়েছেন এক হাজার ৪২৮ ভোট। বাকি তিনটি ব্যালট নষ্ট ছিল বলে জানিয়েছেন তিনি।
একে পার্টির প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়ে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের কংগ্রেস আমাদের দেশ, জাতি ও দলের জন্য যেন উপকারী হয়। আবারও আমাকে প্রধান হিসেবে বিবেচনা করার জন্য সবাইকে ধন্যবাদ।
তুরস্কে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করেন। পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আবারও ক্ষমতা গ্রহণ করেন তিনি। আগামী ২০২৩ সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আবারও নির্বাচিত হতে পারেন।
/এ এ