একাত্তর সালের ২৫ মার্চ বাঙালিদের উপর পাকিস্তানী বাহিনীর চালানো গণহত্যার দিনটিকে ঘিরে পাংশায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় পাংশা কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন বৌদ্ধভূমিতে এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
একাত্তরের গণহত্যার ৫০তম বছরের এই আয়োজনে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ২৫ মার্চে সন্ধ্যার এই আয়োজনে সামিল হন অসংখ্য মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন, পাংশা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিল আয়োজনটিকে ঘিরে।
বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। এর এই ঘটনাকে ঘিরে উপস্থিত সকলে একে একে তাদের বক্তব্য প্রদান করেন।