

নির্যাতন সহ্য করতে না পেরে জবা নামে এক শিশু গৃহকর্মী শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে সে শরীরে আগুন দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ওই গৃহকর্মীর অভিযোগ, গৃহকর্তা কল্লোলের দুই মেয়ে সিনথিয়া (২০) ও আলিয়া (১৮) তাকে প্রায়ই মারধর করত। রাজধানীর রমনা-৫-এর সিদ্ধেশ্বরীর অপ্সরা অ্যাপার্টমেন্টের ৮ তলায় বাসায় থাকে তারা। দুই মেয়ের অত্যাচার সহ্য করতে না পেয়ে নিজ শরীরে আগুন দেয় শিশুটি।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর জানান, জবার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। জবার গ্রামের বাড়ি বগুড়া জেলায়। তার বাবার নাম জাহাঙ্গীর।
সানবিডি/ঢাকা/আহো