মুন্সিগঞ্জের লৌহজংয়ে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পরে ডুবে যায়। এতে চালক বিল্লাল হোসেন (২২) নিহত হয়েছেন। এছাড়া এসময় তার সহকারী যুবরাজ মাদবর (১৯) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টায় শিমুলিয়া ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ওইদিনই রাত সাড়ে ৩টায় নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। নিহত বিল্লাল শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর এলাকার হজরত আলীর ছেলে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, রাতে ফেরিতে করে নদী পারাপারের জন্য ঢাকা থেকে বাংলাবাজারগামী লোহার সরঞ্জামবাহী ট্রাকটি ঘাটে আসে। রাত ১২টায় ৩নং ফেরিঘাটের পল্টুন বরাবর নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পদ্মা নদীতে পরে ডুবে যায়। এসময় ওই গাড়ির হেলপার যুবরাজ কোনোমতে গাড়ি থেকে বের হয়ে সাতার কেটে কূলে উঠতে পারলেও চালক গাড়িতে আটকে পড়েন।
পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও ডুবরি দলের তৎপরতায় সাড়ে ৩টায় নদী থেকে চালকের মরদেহ ও ভোরে গাড়িটি উদ্ধার করা হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, নিহতের মরদেহ ও গাড়িতে উদ্ধার করা হয়েছে। গাড়ি থাকার লোহার সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে।