মাহিয়া মাহি বছর সেরা নায়িকা

প্রকাশ: ২০১৬-০১-০৮ ১৬:৪৭:৪৩


m20বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির চলচ্চিত্র বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মুভি বাজারের জরিপে ২০১৫ সালের সেরা নায়িকা মাহিয়া মাহি। এরপর রয়েছেন পরী মণি ও অপু বিশ্বাস।

মুভি বাজার অনুষ্ঠানটির ফেসবুক পেজে গত বছরজুড়ে এই জরিপ চালানো হয়। বৃহস্পতিবার রাত ১০টায় এশিয়ান টিভিতে মুভি বাজার অনুষ্ঠানটিতে এই শীর্ষ তিন নায়িকার নাম ঘোষণা করেন চিত্রনায়ক রিয়াজ।

২০১৩ সাল থেকে প্রতিবছর নিয়মিতভাবে ফেসবুকে জরিপটি পরিচালনা করা হচ্ছে মুভি বাজার অনুষ্ঠানের পক্ষ থেকে। মুভি বাজারের ফেসবুক জরিপে, ২০১৩ সালে সেরা নায়িকা হয়েছিলেন মাহিয়া মাহি। ২০১৪ সালে সেরা নায়িকা নির্বাচিত হন অপু বিশ্বাস।

সানবিডি/ঢাকা/আহো