চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ ছাত্রসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মুসল্লি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসার ছাত্ররা জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল, তাদের মধ্যে ৪ জন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।