টঙ্গীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট: ২০১৬-০১-০৮ ১৭:১৩:১৩


gazipur._97845টঙ্গীর তুরাগ থানার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ট্রাক চালক অপর জন মিনিবাস চালক বলে পুলিশ ধারণা করছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আরও অন্য একজন মারা যান। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো