দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি)সদস্য মোতায়েন করা হয়েছে।শুক্রবার রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয় বলে জানিয়েছেন বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান।
এ ব্যাপারে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন তারা।
তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এরমধ্যে চট্টগ্রামে হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে সংঘর্ষে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। আহত হন শতাধিক। এ পরিস্তিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়।
সানবিডি/এনজে