ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

প্রকাশ: ২০১৬-০১-০৮ ১৭:৫২:৫৪


iztemaআমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। দেশের ১৭টি জেলার বেশিরভাগ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে পৌঁছেছেন। ইজতেমায় অংশ নেওয়া তিন মুসল্লির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার সকালে টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দানে এ তিনজনের জানাজা হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।

সানবিডি/ঢাকা/আহো