আগামী পাঁচ বছরের জন্য কৃষি প্রক্রিয়াজাত পণ্য রফতানির বিপরীতে ভর্তুকি ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ হারে অব্যাহত রাখার সুপারিশ করেছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সাধারণ সম্পাদক তাইবুর রহমান এমন দাবি উপস্থাপন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এ ব্যাপারে বাপার পক্ষে বলা হয়, কৃষিভিত্তিক শিল্প ও এর পণ্য রফতানিতে উৎসাহ বাড়াতে কৃষি প্রক্রিয়াজাত পণ্য রফতানির বিপরীতে ভর্তুকি ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ হারে আগামী পাঁচ বছর (২০২১-২৬) অব্যাহত রাখার জন্য জোর সুপারিশ করা হয়। এ খাতে চুক্তিভিত্তিক কৃষি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন করে রফতানির বিপরীতে ভর্তুকির আবেদন করা হয়।
এই প্রস্তাবে আরও বলা হয়, কৃষকের কাছ থেকে বিভিন্ন প্রকার কৃষিজ পণ্য যেমন ধান, চাল, বাদাম, আলু, টমেটো, তরল দুধ, ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, মরিচ, সরিষা ইত্যাদি উপকরণ ক্রয়ের বিপরীতে উেস কর কর্তন থেকে অব্যাহতি দেয়া হোক।
সানবিডি/এনজে