এবার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
প্রকাশ: ২০১৬-০১-০৮ ১৮:২৪:৫৫

ভারতে ৬.৭ মাত্রার ভূমিকম্পের রোশ না কাটতেই এবার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান। দেশটির ইসলামাবাদ এবং খাইবার পাখতুন খাওয়া প্রদেশে শুক্রবার ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদফতর। খবর ডন নিউজের। এদিকে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। আফগানিস্তানের জার্ম ছিল এর উৎপত্তিস্থল।
স্থানীয়রা জানিয়েছে, পেশোয়ার, মালাকান্দ, মানসেরা, হরিপুর এবং অ্যাবোটাবাদেও কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ঘর-বাড়ি এবং কর্ম ত্যাগ করে ভবন থেকে বাহিরে বের হয়ে পড়ে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। যাতে ৩০০ লোক প্রাণ হারিয়েছিল।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













