৪৩তম বিসিএসের অনলাইন আবেদনের সময়সীমা তৃতীয় ধাপে আরও তিন মাস বাড়ানো হয়েছে। সোমবার (২৯ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদেনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে আবেদনের সময় ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, যেহেতু অনেক প্রতিষ্ঠান স্নাতক পর্যায়ের ফাইনাল পরীক্ষা শেষ করতে পারেনি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশন এ সিদ্ধান্ত নেয়। সবার মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।
/এ এ খান