সুয়েজ খাল বন্ধে বেড়েছে তামার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩০ ১৫:০৯:১৮

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট সুয়েজ খাল বন্ধ থাকার প্রভাব পড়ছে আন্তর্জাতিক শিল্প বাণিজ্যের বিভিন্ন খাতে। ফলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম একলাফে ৬ শতাংশ বেড়ে যায়। সুয়েজ খাল বন্ধ থাকায় গ্যাস, কয়লাসহ অন্যান্য পণ্যসামগ্রীর পাশাপাশি এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তামার বাজারেও। ফলে ইউরোপে গত শুক্রবার থেকে বেড়েছে তামার দাম। এখনো অপরিবর্তিত রয়েছে অবস্থা।
অন্যদিকে করোনাভাইরাস সংক্রমণের ফলে নতুন করে লকডাউনের ঘোষণা এবং টিকা কার্যক্রমের মন্থর গতির কারণে তামার মজুদ সীমিত হওয়ায় এ অঞ্চলে তামার দাম বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবস্থার উন্নতি না হলে সহসা দাম কমার সম্ভাবনা কম বলেও মনে করছেন তারা। খবর রয়টার্স।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে সর্বশেষ মূল্যবান ধাতুটির বাজারমূল্য ২ দশমিক ১০ শতাংশ বেড়ে টনপ্রতি ৮ হাজার ৯৬২ ডলারে দাঁড়িয়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













