

সিলেট বিসিক শিল্প এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বনফুল এন্ড কোম্পানির দুই কর্মচারী নিহত হয়েছেন। একই ঘটনায় অপর একজন আহত হয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মূসা জানান, মেট্রোপলিটন এলাকার খাদিমপাড়া ইউনিয়নের রুস্তমপুর বিসিক শিল্প এলাকায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে মো. রাজু (১৯) এবং শরীয়তপুর জেলার বাসিন্দা আবু মিয়া (২৫)। আহত রাসেল আহমদ (২২) সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে বিসিক শিল্প এলাকার ভেতরে দুর্বৃত্তরা রাজু, আবু ও রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও আবুকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।