ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় বাংলাদেশের ৫ ক্রিকেটার

আপডেট: ২০১৬-০১-০৯ ০২:০৯:২৭


Bangladesh’s Taskin Ahmed, right, celebrates with his teammate Mashrafe Mortaza after taking the wicket of India's Ajinkya Rahane during their Cricket World Cup quarterfinal match in Melbourne, Australia, Thursday, March 19, 2015. (AP Photo/Andy Brownbill)

২০১৫ বাংলাদেশ ক্রিকেটের জন্যে ছিলো সোনালী অধ্যায়। হঠাৎ করেই ওই বছর জ্বলে উঠেছিলো টাইগাররা। এর আগে বিশ্ব বাংলাদেশকে যেভাবে চিনতো তার পুরোটাই বদলে দিয়েছে গেলো বছর। তাই বছর শেষে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে মেতেছিলো বিশ্বের হাক-ডাক ছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যম। এবার ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো তাদের বর্ষসেরার তালিকায় রেখেছেন বাংলার ৫ টাইগারকে।

তালিকায় বিশ্ব ক্রিকেটের ব্রান্ড ক্রিকেটাদের নামে পাশে এ বছর যুক্ত হয়েছে মাশরাফি, তামিম, মুস্তাফিজদের নাম। শুধু তাই নয়, অনেক কে টপকে এবার ক্রিক ইনফোর ওই তালিকা স্থান করে নিতে হয়েছে টাইগারদের।

শারিরিক কারনে খেলায় এ বছর ততটা ভালো না করতে পারলেও নেতৃত্বে অনেকটা ভালো করেছেন টোইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাই তার নামটি রাখা হয়েছে বিরাট কোহলি, অ্যালিস্টার কুক, মিসবাহ-উল হকে আর ব্রেন্ডন ম্যাককুলামদের পাশে।

এছাড়া টেস্ট ব্যাটিং ক্যাগরিতে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তার সাথে আর যারা আছেন তারা হলেন, কেন উইলিয়ামসন, জ্যাসন হোল্ডার, বেন স্টোকস, অ্যাডাম ভোজেস, ইউনুস খান, জো রুট, স্টিভ স্মিথ, দিনেশ চান্ডিমাল, চেতেশ্বর পুজারা, অ্যালিস্টার কুক ও রস টেলর।

ওয়ানডে ব্যাটিং ক্যাটিাগরিতে জায়গা হয়েছে অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ওয়ানডে বোলিং এ আছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। এছাড়া সেরা উদীয়মানের তালিকাও আছেন এই মুস্তাফিজ।