বর্তমানে ইলিশ আহরণের ক্ষেত্রে পৃথিবীর সেরা অবস্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া স্বাদু পানির মাছ উৎপাদন বৃদ্ধিতে দ্বিতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয় এবং মাছ চাষের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ তথ্য তুলে ধরে বলেন, ‘মৎস্যজীবীদের বিশেষ ভূমিকার কারণেই আজ সারাবিশ্বে মাছ উৎপাদনে আমরা আমূল পরিবর্তন আনতে পেরেছি।’
আজ মঙ্গলবার(৩০ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় মিল ব্যারাক নৌ জেটিতে আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আয়োজিত নৌ র্যালি-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, মৎস্য খাতে এ বিশাল অবদানের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা রয়েছে। মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি চান ভাতে-মাছে বাঙালি সংস্কৃতির মাছ যেন বিলুপ্ত হয়ে না যায়। মাছের সংকট যেন না হয়।
সানবিডি/এনজে