মহামারি করোনাভাইরাসের প্রভাব কম-বেশি দেশে সরকারের প্রায় সবগুলো প্রকল্পেই পড়েছে। এতে প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। তবে দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে প্রথম ইউনিটের যন্ত্রাংশ চলে এসেছে। পথে রয়েছে দ্বিতীয় ইউনিটের যন্ত্রাংশও। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন ৩৫ ভাগ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ করা যাবে বলে আশা করছেন তারা। আর কাজটি শেষ হলে দেশের ১৩টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এই বিদ্যুৎ সরবরাহের জন্য ৬১০ কিলোমিটার গ্রিডলাইন নির্মাণ করা হবে বলে জানা গেছে।
পাবনা জেলার ইশ্বরদীর রুপপুরে দেশের অন্যতম ব্যয়বহুল মেগা প্রকল্প ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ এক হাজার ৬২ একর জমির ওপরে নির্মাণ হচ্ছে। মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি দু’টি ইউনিট ভাগ করে নির্মিত হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের কাজ যেভাবে এগিয়ে চলছে তাতে ২০২৩ সালের মাঝামাঝি শেষ করা যাবে। এরই মধ্যে প্রকল্পের মোট ৩৫ ভাগ শেষ হয়েছে। আর তাতে এ পর্যন্ত কাজে ব্যয় হয়েছে ৩৯ হাজার ৭৪১ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা।
সানবিডি/এনজে