আসন্ন রমজানকে ঘিরে দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজ আমদানি।এর ফলে কমেছে দাম। পাইকারিতে কেজিপ্রতি ৩-৬ টাকা কমলেও খুচরায় কমেছে ৮-১০ টাকা। এদিকে নিত্যপ্রয়োজনীয় মসলাজাতীয় পণ্যটির দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। পেঁয়াজ আমদানির এমন ধারা অব্যাহত থাকলে রমজানে দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
হিলি বাজার ও আমদানিকারকদের গুদাম ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে হিলি স্থলবন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ২৩-২৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ২০-২৩ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে হিলি বাজারে খুচরায় এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ২৮-৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়। এছাড়া দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা কেজি দরে। গত সাতদিনে হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে তিন হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে।
সানবিডি/এনজে