বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
আপডেট: ২০১৬-০১-০৯ ১২:৩৩:৫০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড়ে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত পৃথক ঘটনায় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, শনিবার ভোরে প্রচণ্ড কুয়াশার কারণে সেতুর উপর পৃথকভাবে ট্রাকের সাথে বাস, বাসের সাথে বাস ও পুলিশের ভ্যানের সাথে পিকআপসহ আটটি দুর্ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। এছাড়াও আহত হন অন্তত ১০ জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করছে। যান চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













