মৃত্যুর কাছে হেরে গেল শিশু গৃহকর্মী জবা
আপডেট: ২০১৬-০১-০৯ ১০:৫৫:১৬

Child arm with gauze bandage on it.

রাজধানীর সিদ্ধেশ্বরীতে নির্যাতন সইতে না পেরে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী শিশু গৃহকর্মী জবা আক্তার (১০) মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জবা বগুড়ার সোনাতলা উপজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে। দেড় বছর আগে ঢাকার সিদ্ধেশ্বরীর অকশরা অ্যাপার্টমেন্টের আট তলায় কল্লোল আহমেদের বাসায় কাজে যোগ দেয় সে।
গত শুক্রবার সকালে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জবা। পরে গৃহকর্তা কল্লোল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে জবার খাদ্যনালীসহ শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













