আফ্রিকার দেশ- ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) ঐ সন্ত্রাসী তৎপরতায় আরও ১৩ বাসিন্দা গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, রাত ৯টা নাগাদ বাবো গেমবেল এলাকায় হামলা চালানো হয়। আমহারাস নৃতাত্ত্বিক গোষ্ঠী ছিলো মূল টার্গেট। হামলাকারীদের ‘ওরোমো লিবারেশন ফ্রন্টে’র সদস্য হিসেবে চিহ্নিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। নিরাপত্তা শঙ্কা থাকলেও, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মরদেহগুলো ভোরে কবর দেয়া হয়। দেশটিতে ওরোমো এবং আমহারাস দুটি বড় জাতিগোষ্ঠী। একই অঞ্চলে বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে প্রাণঘাতী হামলা।
আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটি গেলো কয়েক মাস ধরেই উত্তাল। টাইগ্রে অঞ্চলকে স্বায়ত্ত্বশাসিত ঘোষণার দাবিতে আবি সরকারের সাথে চলছে বিদ্রোহীদের সংঘাত।
/এ এ