বডি স্প্রে’কে ‘বোমা’ বলে ব্যাংক লুটের চেষ্টা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-০১ ১১:৪১:২২

চট্টগ্রামের ইপিজেড বন্দরটিলা এলাকায় বোমা দিয়ে ব্যাংক উড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা দাবির অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও নৌবাহিনীর সদস্যরা ২ ঘণ্টা চেষ্টায় তাকে আটক করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার অলক কুমার বিশ্বাস জানান, তারেকুল ইসলাম নামের এই তরুণ বিকেল ৩টায় ট্রাস্ট ব্যাংক বন্দরটিলা শাখায় ঢুকে। দেড় ঘণ্টা ব্যাংকে অবস্থানের পর গ্রাহক কমে গেলে সে ব্যাংক কর্মকর্তাদের জানায় তার কাছে কাছে বোমা আছে, ২০ লাখ টাকা দেয়া না হলে বোমা দিয়ে ব্যাংক উড়িয়ে দিবে।
তিনি জানান, প্রথমে ব্যাংক কর্মকর্তারা তার সাথে আলাপ করে, পরবর্তীতে পুলিশ তাদের সাথে যোগ দেয়। সাড়ে ৫টার পর পুলিশ তাকে কৌশলে আটক করতে সমর্থ হয়। এসময় তার কাছে বোমার রিমোট হিসাবে দাবি করা একটি মিনি বডি স্প্রে এবং একটি মোবাইল সিম জব্দ করে। তারেকুল ইসলাম নামের ওই তরুণকে বতমানে ইপিজেড থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া জানান, তারেকুল ইসলামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়। ৮ম শ্রেণি পর্যন্ত পড়া এই তরুণ ২০১৯ সালে চাকুরির সন্ধানে কাতার গিয়েছিল। ৩/৪ মাস আগে সে দেশে ফিরে আসে। আর্থিক অনটনের কারণে টাকা পাওয়ার আশায় সে ব্যাংকে গিয়ে হুমকি দিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছে। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ইপিজেড থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













