কর্মক্ষেত্রে সফলভাবে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে ‘ইন্সপায়ারিং উইমেন লিডার’ অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটি বাংলাদেশ) লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মুবিনা আসাফ। গত ২৪ মার্চ ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদানের এই আয়োজন করা হয়।
গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ প্ল্যাটফর্মটি ব্যবহার করে সফল নারীদের সম্মান জানিয়ে আসছে, যারা আগামী প্রজন্মের নারী কর্মজীবীদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন। আইন পেশায় পুরুষদের প্রাধান্য থাকলেও মুবিনা আসাফ তার ২৫ বছরের সমৃদ্ধ পেশাজীবনে অসংখ্য প্রতিবন্ধকতা জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিএটি বাংলাদেশের ১১০ বছরের ইতিহাসে মুবিনা আসাফ এই কোম্পানির লিগ্যাল অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রথম নারীপ্রধান হিসেবে দায়িত্বপালন করছেন। প্রতিষ্ঠানটির সফলতায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া, তরুণ নারী কর্মচারীদের কাছে তিনি অনুপ্রেরণা হিসেবে বিবেচিত ।
এবারের আসরের ‘ইন্সপায়ারিং উইমেন লিডার’ অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্পর্কে মুবিনা আসাফ বলেন, এই পুরস্কারটি আমার জন্য বিশেষ কিছু। নিজের অভিজ্ঞতা থেকে বললে, স্বপ্ন পূরণের জন্য নারীদের অবশ্যই আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা হতে হবে। নিজের ইচ্ছার প্রতি একাগ্রতা না থাকলে লক্ষ্য পূরণ সম্ভব নয়। আমি আমার এই পুরস্কার সব সাহসী নারীদের উৎসর্গ করতে চাই।