আগের পেশায় ফিরে যাবেন সানি!!
প্রকাশ: ২০১৬-০১-০৯ ১২:১৮:৩১

বলিউডে বেশ কয়েক বছর পার করেও সানি লিওন যখন প্রান্তিক, তখন তাকে দরাজ সার্টিফিকেট দিলেন অভিনেতা রজনিশ। ‘জিসম ২’ ও ‘এক পেহলি লীলা’ ছবিতে সানির সঙ্গে কাজ করেছেন রজনিশ। তাদের জুটিতে আসছে আগামী ছবি ‘বেইমান লাভ’।
সানি সম্পর্কে রজনিশ জানিয়েছেন, অভিনেত্রী হিসেবে সানি চূড়ান্ত ‘প্রফেশনাল’। ‘সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুন। এত বিখ্যাত হওয়া সত্ত্বেও ওর মধ্যে সেলেবসুলভ কোনো ব্যাপার নেই। সেটে যখন আসে, তখন পুরোপুরি কাজের মধ্যেই থাকতে চায় বলে জানান রজনিশ।
পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে এলেও এখনো বলিপাড়া তাকে পর্ন নায়িকার বেশি কিছু ভাবতে নারাজ। একের পর এক ছবিতে তাকে সেরকম চরিত্রেই ব্যবহার করা হয়। যদিও সানি একাধিকবার নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, কিন্তু চেষ্টা সফল হয়নি। সানিকে যে বলিউড এখনো তেমন করে গ্রহণ করেনি, বলিউডের একাধিক তারকার ব্যবহারে তা প্রমাণিত। এমনকি ফ্লপের ঠ্যালায় তিনি পুরনো পেশায় ফিরে যাবেন কিনা, সে জল্পনাও চলছিল।
রজনিশের এই মন্তব্য অন্তত জানিয়ে দিল, কাজের ক্ষেত্রে সানি কতটা সিরিয়াস। বলিপাড়া তাকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে অভিনেত্রী হিসেবে যে তিনি হতাশ করবেন না, এ মন্তব্য তারই ইঙ্গিত দিল।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













