মিয়ানমারে জোরপূর্বক ক্ষমতা দখলকারী জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমনপীড়নের মাত্রা বাড়ানোয় দেশটিতে ‘রক্তবন্যা আসন্ন’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিনা শানার।
বুধবার নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের
এই অধিবেশনে শানার সতর্ক করে বলেন, মিয়ানমার সেনাবাহিনী দেশ চালাতে সক্ষম নয়; যে কারণে দেশটির পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে।
তিনি বলেন, সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবকিছু বিবেচনায় নিন। এশিয়ার কেন্দ্রে বহুমাত্রিক বিপর্যয় রোধ করতে এবং মিয়ানমারের জনগণের জন্য যা সঠিক সেটাই করুন। ‘আসন্ন রক্তবন্যার’ মতো পরিস্থিতি উল্টে দিতে পরিষদের উচিত ‘সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের’ কথা বিবেচনায় নেওয়া।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৫৩৬ বিক্ষোভকারী নিহত হয়েছে; এর মধ্যে চলতি সপ্তাহে কেবল শনিবারই ১৪১ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।
সানবিডি/এনজে